॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসায় গতকাল সোমবার দুপুরে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ৫ম ও ৮ম শ্রেণির মেধা ও সাধারণ গেডে ৩৬জন বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীর মাঝে বৃত্তির টাকা প্রদান করা হয়েছে।
পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার সভাপতি ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম নাসিম আখতার, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার সহ-সভাপতি আলহাজ্ব আ.ন.ম আমিনুল ইসলাম, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম। উপস্থাপনা করেন পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক এস.এম রফিকুল ইসলাম।
বক্তারা পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার সাফল্য অব্যাহত রাখতে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহলের সমন্বিত প্রচেষ্টার গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক, মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, মাদরাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ঃ ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ৫ম ও ৮ম শ্রেণির মেধা ও সাধারণ বৃত্তি পরীক্ষায় পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা থেকে মোট ৩৬ জন ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করে। ৫ম শ্রেণি থেকে বৃত্তি পায় ১১জন। এদের মধ্যে ৫জন টেলেন্টপুলে ও ৬জন সাধারণ গ্রেডে। এছাড়া ৮ম শ্রেণি থেকে ২৫জন বৃত্তি পায়। এদের মধ্যে টেলেন্টপুলে ১২জন ও সাধারণ গ্রেডে ১৩জন। বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে মোট ৯৩ হাজার ৭০৫ টাকা বিতরণ করা হয়।