Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে রাত জেগে পেঁয়াজ ক্ষেত পাহারা দিচ্ছে কৃষকরা

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি ভাটিপাড়া এলাকার কৃষকরা রাত জেগে আগাম মুড়িকাটা পেঁয়াজ ক্ষেত পাহারা দিচ্ছেন। এই মৌসুমে বাম্পার ফলনের আশায় তাদের মুুখে হাসি ফুটেছে।
কৃষকরা জানান, উঁচু জমির বেলে ও দোঁ-আশ মাটিতে আগাম মুড়িকাটা পেঁয়াজের ফলন ভালো হয়। বর্ষা মৌসুমে এই পেঁয়াজের বীজ রোপন করতে হয়। দেড় থেকে দুই মাসের মধ্যে পেঁয়াজ তোলার উপযোগী হয়।
পাইককান্দি ভাটিপাড়া গ্রামের কৃষক আকিদুল শরীফ বলেন, ‘দেড় মাস পূর্বে ১৫৪ শতাংশ জমিতে আগাম মুড়িকাটা পেঁয়াজের বীজ রোপন করেছিলাম। বর্তমানে পেঁয়াজ তোলার উপযোগী হয়ে উঠেছে। এ সপ্তাহের মধ্যেই ক্ষেত থেকে পেঁয়াজ তুলে বিক্রি করতে পারবো বলে আশা করছি। তিনি আরও বলেন, বর্তমানে পেঁয়াজের বাজার মূল্য বেশী হওয়ায় চুরি হওয়ার ভয়ে আমাদেরকে রাত জেগে পেঁয়াজ ক্ষেত পাহারা দিতে হচ্ছে।’
আকিদুল শরীফের মতোই বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা আগাম মুড়িকাটা পেঁয়াজের চাষ করেছেন। সবাই ভালো ফলনের ও বিক্রি করে লাভবান হওয়ার আশা করছেন।
বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জানান, উপজেলার ৭টি ইউনিয়নের প্রায় সাড়ে ৮শত হেক্টর উঁচু জমিতে দেশীয় জাতের মুড়িকাটা পেঁয়াজের চাষ করেছে কৃষকরা। ফলন ভালো হওয়ায় ও বাজারমূল্য বেশী থাকায় তারা লাভবান হবে।