Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে একটি নির্মাণাধীন কিন্ডার গার্টেনে অগ্নিসংযোগের অভিযোগ!

॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে নির্মাণাধীন একটি কিন্ডার গার্টেন স্কুলে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার উজানচর ইউনিয়নের ছাহের মন্ডলের পাড়ায় গত ২৩শে নভেম্বর দিবাগত রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় ওই কিন্ডার গার্টেন কর্তৃপক্ষ একটি লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, ৬ মাস আগে উজানচর ইউনিয়নের ছাহের মন্ডলের পাড়ার জয়নদ্দিন মোড় এলাকায় যৌথভাবে কয়েকজন শাইনিং স্টার একাডেমী নামে একটি কিন্ডার গার্টেন স্কুল প্রতিষ্ঠার কাজ শুরু করে। ওই কিন্ডার গার্টেনের ভবন নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। তারা ইতিমধ্যে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করেছে। এ অবস্থায় গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই প্রতিষ্ঠানের সাইন বোর্ড-বিল বোর্ডে এবং অফিস কক্ষের জানালা দিয়ে ভেতরে থাকা আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।
তৌহিদুর রহমান নামে স্থানীয় এক যুবক বলেন, স্কুল সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় এক অটো চালক আগুন আগুন বলে চিৎকার-চেঁচামেচি করলে তারা এগিয়ে এসে আগুন নেভান।
কিন্ডার গার্টেনের অন্যতম মালিক বাবলু শেখ দাবী করেন, পাশেই নূর ইন্টারন্যাশন্যাল একাডেমী নামে আরেকটি কিন্ডার গার্টেন স্কুল রয়েছে। নতুন স্কুল প্রতিষ্ঠা নিয়ে তাদের সাথে বৈরীভাব আছে। এ কারণে তারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
তবে নূর ইন্টারন্যাশন্যাল একাডেমীর প্রধান শিক্ষক হাবিবুর রহমান এ প্রসঙ্গে বলেন, অনুমান নির্ভর করে তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয়। অগ্নিসংযোগের ঘটনায় তিনি বা তার স্কুলের কেউ জড়িত নন। পাল্টা অভিযোগ করে তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে যারা সরে গিয়ে ওই প্রতিষ্ঠান করার উদ্যোগ নিয়েছে তারাই হয়তো আমাদেরকে ফাঁসানোর জন্য এই নাটক সাজিয়ে থাকতে পারে।
এদিকে ক্ষতিগ্রস্ত নির্মাণাধীন কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মোহাম্মদ সেকেন্দার গতকাল ২৪শে নভেম্বর দুপুরে গোয়ালন্দ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ ঘটনার বিচার দাবী করে বলেন, একটি মহৎ উদ্দেশ্য নিয়ে তারা মানসম্পন্ন একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছেন। সেখানে এ ধরনের অনাকাঙ্কিত ঘটনা কারোই কাম্য নয়। এ সময় স্কুলের গভর্নিং বডির সদস্য সেলিম হুসাইন, তোফাজ্জেল হোসেন তারা, শিক্ষক আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, স্কুলে অগ্নিসংযোগের একটি অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।