॥শেখ মামুন॥ রাজবাড়ী শহরের নতুন বাজার ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে গতকাল ২৩শে নভেম্বর সকালে নতুন বাজার পৌর মার্কেট চত্বরে ‘পবিত্র সিরাতুন্নবী(সাঃ)’ শীর্ষক আলোচনা সভা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিরাত মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ রোস্তম আলী মোল্লার সভাপতিত্বে ও মোঃ সাইফুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অবসরপ্রাপ্ত উপ-সচিব মোঃ কাসিম উদ্দিন শেখ, বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মিজানুর রহমান মিজান, নতুন বাজারের ব্যবসায়ী মোঃ আঃ ছামাদ শেখ, চরলক্ষ্মীপুর দক্ষিণপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ রেহান শেখ, জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, ১নং পৌর কবরস্থান জামে মসজিদ কমিটির সেক্রেটারী আলহাজ্ব মোঃ তোয়াহা সিদ্দিকী, বহরপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ খায়রুল হাসান মিন্টু, শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন, নতুন বাজারের ব্যবসায়ী তৌহিদুল ইসলাম, মোঃ আবুল কাশেম শেখ, নতুন বাজার আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মোঃ কাজী নজরুল ইসলাম, আলোচক হিসেবে চরলক্ষ্মীপুর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ ইয়াছিন সিদ্দিকী, বিসিক সাগর ফ্লাওয়ার মিল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী মর্তুজা আযম জিলানী, পুলিশ লাইন্স জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ মোবারক হোসেন, ১নং পৌর কবরস্থান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আরিফুজ্জামান খান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ পবিত্র সিরাতুন্নবী (সাঃ) এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন এবং সকলকে মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) এর প্রদর্শিত পথে জীবন পরিচালনা করার আহ্বান জানান। আলোচনা সভার আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আলোচনা সভার শেষে দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। নতুন বাজারের ব্যবসায়ীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাজবাড়ীতে পবিত্র সিরাতুন্নবী(সাঃ) শীর্ষক আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা
