Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরী চলাচল বন্ধে দুর্ভোগ

॥হেলাল মাহমুদ॥ নাব্যতা সংকটের কারণে রাজবাড়ীর জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরী চলাচল আবারও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে এই নৌরুট ব্যবহারকারী বিভিন্ন এলাকার যানবাহনের চালক-শ্রমিক ও যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েছে।
এ ব্যাপারে গত ২০শে নভেম্বর রাজবাড়ীর সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারী করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘পদ্মা নদীর পানি হ্রাস পাওয়ায় সৃষ্ট নাব্যতা সংকটের কারণে রাজবাড়ী সড়ক বিভাগাধীন জৌকুড়া-নাজিরগঞ্জ ফেরী রুটের ফেরী চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। ফেরী চলাচলের সুবিধার্থে নাজিরগঞ্জ প্রান্তের ঘাট স্থানান্তর এবং একই সাথে জৌকুড়া প্রান্তের ঘাট সংস্কার কাজ চলমান আছে। উক্ত কাজটি সম্পন্ন করতে আরও কয়েকদিন প্রয়োজন হওয়ায় আগামী ২৫/১১/২০১৯ তারিখ পর্যন্ত জৌকুড়া-নাজিরগঞ্জ ফেরী রুটের ফেরী চলাচল বন্ধ থাকবে।’ এর আগে পদ্মা নদীতে তীব্র ¯্রােতের কারণে চলতি বছরের ২৬শে আগস্ট থেকে প্রায় ১৫ দিন এই নৌরুটের ফেরী চলাচল বন্ধ ছিল।
জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটের ফেরী চলাচল আবার বন্ধ হওয়ার বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (চঃ দাঃ) কে.বি.এম সাদ্দাম হোসেন বলেন, পদ্মা নদীর পানি হ্রাস পাওয়ায় সৃষ্ট নাব্যতা সংকটের কারণে আমরা ফেরী চলাচল বন্ধ রেখেছি। গণবিজ্ঞপ্তি অনুযায়ী ঘাটের কাজ শেষে পুনরায় ফেরী চলাচল শুরু করা হবে।