॥তনু সিকদার সবুজ॥ ‘ক্রীড়াকে আঁকড়ে ধরুন-মাদকমুক্ত দেশ গড়–ন’-শ্লোগানকে সামনে রেখে বালিয়াকান্দি স্পোর্টস একাডেমী আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১শে নভেম্বর বালিয়াকান্দির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় জামালপুর ক্রিকেট একাদশ ৬ উইকেটে নারুয়া ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
নারুয়া ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৯০ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে জামালপুর ক্রিকেট একাদশ ৬ উইকেট হাতে রেখে ৯১ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। চ্যাম্পিয়ন জামালপুর ক্রিকেট একাদশের খেলোয়াড় মিজান ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান।
বালিয়াকান্দি স্পোর্টস একাডেমীর ভারপ্রাপ্ত সভাপতি মীর তৌহিদুজ্জামান তানিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু, স্পোর্টস একাডেমীর সাধারণ সম্পাদক খোন্দকার শফিউল আজম শিবলু প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা পর্বের শেষে অতিথিগণ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জামালপুর ক্রিকেট একাদশ দলের সদস্যদের হাতে ১টি ১৯ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রানার্স আপ নারুয়া ক্রিকেট একাদশ দলের হাতে ১টি ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন তুলে দেন।