॥কামরুল মিঠু॥ ৪০ বছরের বর্ণাঢ্য পেশাগত জীবন শেষে অবসর নিলেন রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের ব্যতিক্রমী অফিস সহকারী মোঃ হারুন অর রশিদ।
দীর্ঘ এই পেশাগত জীবনে অফিস সহকারীর দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সমান তালে করেছেন শিক্ষকতাও। স্কুলে নিয়মিত ক্লাস নেয়ার পাশাপাশি তিনি নিজ বাড়ীতেও অসংখ্য ছাত্র-ছাত্রীকে প্রাইভেটও পড়িয়েছেন, যাদের অনেকেই আজ জীবনের স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। নিবেদিতভাবে শিক্ষাদানের জন্য তিনি সবার প্রিয় ‘হারুন মাস্টার’ হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন।
তার অবসর গ্রহণ উপলক্ষে গতকাল ২১শে নভেম্বর সকালে বরাট ভাকলা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তাকে ব্যাপক সম্মাননা ও উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুশীল চন্দ্র দত্ত তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান ইমাম চৌধুরী, গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মামুন গ্রুপের চেয়ারম্যান শাহিন শিহাবুদ্দিন মামুন, সাংবাদিক কামরুল ইসলাম শিকদার মিঠু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোসলেম মন্ডল. আব্দুর রশিদ মিয়া ও সহকারী প্রাধান শিক্ষক কাজী জাহিদুল আকরাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ মোঃ হারুন অর রশিদের সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও নিরবচ্ছিন্নভাবে সারা জীবন ধরে শিক্ষাদানের প্রশংসা করে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
বিদায়ী অফিস সহকারী মোঃ হারুন অর রশিদ আবেগাপ্লুতভাবে তার নিজের জীবনে নানা ঘটনা তুলে ধরেন এবং প্রাতিষ্ঠানিকভাবে অবসর নিলেও প্রতিষ্ঠান ও শিক্ষাদানের সাথে সম্পর্ক ছিন্ন না করে আমৃত্যু শিক্ষার আলো ছড়িয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের হারুন মাষ্টারের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান
