Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় শিশু অধিকার বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ২১শে নভেম্বর বিকেলে এফএইচ এসোসিয়েশন, হাবাসপুর সিএফসিটি এরিয়া অফিসের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
এফএইচ এসোসিয়েশন হাবাসপুর এরিয়া টিম লিডার শাহিনুর আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাবাসপুর ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মন্ডল বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, হাবাসপুর ইউপির সংরক্ষিত ২নং ওয়ার্ডের মেম্বার রেহেনা খাতুন, এফএইচ এসোসিয়েশনের সিডিসি সভাপতি বাদশা মল্লিক, সিনিয়র এনিমেটর শিলা সরকার, নূরজাহান খাতুন ও চাইল্ড প্রোমোটর ইউসুফ আলী প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন এফএইচ এসোসিয়েশনের এনিমেটর আশরাফুল আলম।
অনুষ্ঠানে মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে শিশুদের সুন্দর পরিবেশে আদর্শ জীবন গঠনের গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিশু ও তাদের মায়েরা বাল্য বিয়েকে না ধ্বনি দিয়ে শপথ নেয়।
বক্তারা বলেন, এফএইচ এসোসিয়েশন ২০১২ সাল থেকে কম্প্রিহেনসিভ ফ্যামিলি এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন প্রোগ্রামের আওতায় এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, জীবন-জীবিকার উন্নয়নে আয়বৃদ্ধি ও দক্ষতামূলক প্রশিক্ষণসহ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিশু অধিকার বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা সময়োপযোগী আয়োজন বলে উল্লেখ করেন তারা। শেষে শিশু অধিকার বিষয়ক নাটিকা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, এফএইচ এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।