Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রুবেল গ্রেফতার

॥স্টাফ রিপোর্টার॥ কলেজ ছাত্রকে পিটিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাজবাড়ী সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুবেল (২৮)কে পুলিশ গ্রেফতার করেছে।
গতকাল ২০শে নভেম্বর সকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর বেনীনগর গ্রামের আব্দুল আলীর ছেলে।
রাজবাড়ী থানার এস.আই মোঃ মান্নান হোসেন মোল্লা জানান, গত ১৭ই আগস্ট রাত সাড়ে ৮টার দিকে শহরের মৃধা মার্কেটে একটি মোবাইল সার্ভেসিং এর দোকানের মধ্যে রিসাদুল ইসলাম নামে এক কলেজ ছাত্রকে এলোপাতারিভাবে লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে আহত করা হয়। ওই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুবেলকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার করা হয়েছে দাবী করে অবিলম্বে তার মুক্তির দাবী জানিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।