Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে প্রস্তাবিত বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের নাম ফলক উম্মোচন॥জানুয়ারীতে শিক্ষার্থী ভর্তি শুরু

॥স্টাফ রিপোর্টার॥ গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী বাহাদুরপুর গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে ‘গোয়ালন্দ বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়’-এর নাম ফলক উম্মোচন অনুষ্ঠিত হয়।
প্রস্তাবিত নতুন এই উচ্চ বিদ্যালয়ের নাম ফলক উম্মোচন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সৈয়দ উদ্দিন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুবুর রাব্বানী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু, সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস বেগম, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকির, জেলা আ’লীগ নেতা ইঞ্জিঃ মোঃ আমজাদ হোসেন ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনো প্রমুখ।
গোয়ালন্দ বাজার থেকে উজানচর ইউনিয়নের জামতলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকার মধ্যে আর কোন মাধ্যমিক বিদ্যালয় না থাকায় এটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। গোলাম মাহাবুবুর রাব্বানী ও তার পরিবারের সম্পূর্ণ ব্যক্তিগত জায়গায় প্রতিষ্ঠানটিতে আগামী ২০২০ শিক্ষা বর্ষ থেকে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে। বিদ্যালয়টি স্থাপনে স্থানীয়দের পাশাপাশি সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী সার্বিক সহযোগিতরা প্রতিশ্রুতি দেন।