॥হেলাল মাহমুদ॥ সদ্য কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে সচেতন করতে রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে গতকাল ১৯শে নভেম্বর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে যানবাহনের চালক-শ্রমিক, যাত্রী ও জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
সকালে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার) এর নেতৃত্বে রাজবাড়ী শহরের ১নং রেলগেট এলাকায় লিফলেট বিতরণ ও নতুন সড়ক পরিবহন আইন সম্পর্কে অবগত করার সময় অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ শরীফ-উজ-জামান, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, ডিবি’র ওসি ওমর শরীফ, ইন্সপেক্টর জিয়ারুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর আবুল হোসেন গাজী এবং এস.এম আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে পুলিশ সুপার নতুন সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানান। বিতরণকৃত লিফলেটে আইনটি ভঙ্গকারী অপরাধকারীদের সর্বোচ্চ থেকে সর্বনি¤œ জেল-জরিমানার বিস্তারিত উল্লেখ রয়েছে।