॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৭ই নভেম্বর বেলা সাড়ে ১১টায় ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক কর্মপরিকল্পনা প্রনয়ন সংক্রান্ত সভা কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে সভায় রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ফজলুল করিম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী(চঃ দাঃ) কে.বি.এম সাদ্দাম হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাহিদা ফেরদৌসী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস, জেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ মজিনুর রহমানসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মুজিববর্ষকে সামনে রেখে সরকারের গ্রামকে শহরে রূপান্তর করা লক্ষ্যে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক কর্মপরিকল্পনা প্রনয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সকল সরকারী-বেসরকারী বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ীক প্রতিষ্ঠানসহ দেশের প্রতিটি নাগরিকের তাদের স্ব-স্ব উদ্যোগে নিজেদের কিভাবে কাজ করতে হবে সে সকল বিষয়ে আলোচনা করা হয় এবং সভার পক্ষ থেকে যারা প্রতিষ্ঠান ও বাসস্থানকে নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানানো হয়।