Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদপুরের ৩টি উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

॥মাহবুব হোসেন পিয়াল॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে গতকাল বুধবার ২৩টি উপজেলায় ৭টি বিদ্যুৎ কেন্দ্র ও ২৩টি বিশেষায়িত বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। এর ফলে শতভাগ বিদ্যুতের আওতায় আসল আরো ২৩টি উপজেলার কয়েক লক্ষ পরিবার ।
এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী গতকাল বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদপুর জেলার সালথা, মধুখালী ও নগরকান্দা এই তিন উপজেলার শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন।
এর ফলে বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে এ অঞ্চলের আরোও ৯৩হাজার ১৫৮ পরিবার। এর আগে ফরিদপুর সদর, আলফাডাঙ্গা ও চরভদ্রাসন উপজেলা তিনটি শতভাগ বিদ্যুতের আওতায় আসে। এ সময় প্রধানমন্ত্রী সুবিধাভোগী একজন ১০ম শ্রেণীর ছাত্রী প্রভাতী নুর এর সাথে সরাসরি কথা বলেন।
এ সময় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারি, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আ’লীগ সভাপতি এডঃ সুবল চন্দ্র সাহাসহ জেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ।