Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে ১৪টি জলাশয়ের তীরবর্তীস্থানে বৃক্ষ রোপন

॥রাকিবুল ইসলাম॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া, কালিকাপুর, বোয়ালিয়া ও মদাপুর ইউনিয়নে গতকাল ১২ই নভেম্বর জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ১৪টি জলাশয়ের তীরবর্তীস্থানে ৬২২টি (মেহগুনি, নারিকেল, আম ও পেয়ারা) চারা রোপণ করা হয়েছে।
চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম। এ সময় কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান নবাব, সহকারী মৎস কর্মকর্তা শাহরিয়া জামান মৎস বিভাগের উপসহকারী প্রকৌশলী ফিরোজ আহম্মেদ তপু স্থানীয় আওয়ামী লীগ নেতা আশরাফ সিদ্দিকা বাচ্চু, মোঃ আঃ মতিন সহ গন্যমান্য ব্যাক্তিরা এসময় উপস্থিত ছিলেন।