Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীর জাফরপুর হাফিজিয়া মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী পালিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউপির জাফরপুর হাফিজিয়া ও দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসায় গতকাল ১০ই নভেম্বর যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়।
এ উপলক্ষে ঈশার নামাজের পর আলোচনা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
জাফরপুর হাফিজিয়া ও দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার প্রতিষ্ঠাতা ও হোগলাডাঙ্গী এম.আই কামিল মডেল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন পূঁইজোর সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ সাঈদ আহম্মদ ও গঙ্গানন্দদিয়া দাখিল মাদরাসার সহকারী সুপার আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুস সালাম। বক্তারা “মহান রাব্বুল আলামীন নবীজিকে রহমত হিসেবে প্রেরণ করেছেন” প্রসঙ্গে জ্ঞানগর্ভ আলোচনা করেন।
অনুষ্ঠানে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মোঃ সহিদুর রহমান, অগ্রণী ব্যাংকের কর্মকর্তা আব্দুস সামাদ আজাদ, পরানপুর ডিএস দাখিল মাদরাসার সুপার মাওলানা গোলাম মোস্তফা চৌধুরী ও পূঁইজোর সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ ফজলুল করীমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।