॥মাহবুব হোসেন পিয়াল॥ পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তুলাগ্রাম কোরবানীয়া চিশ্তীয়া দরবার শরীফের উদ্যোগে গতকাল ১০ই নভেম্বর দুপুরে র্যালী, সমাবেশ, মিলাদ, কিয়াম ও দোয়া অনুষ্ঠিত হয়।
দরবার শরীফ প্রাঙ্গন থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৈজুরী ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে কোরবানীয়া চিশ্তীয়া দরবার শরীফের গদ্দিনশীন পীর ও খলিফা হযরত হাজী খাজা শাহ্ সূফী মোঃ কোরবান আলী চিশ্তী আল নিজামী, ভাটিলক্ষ্মীপুর খানকায়ে চিশ্তীয়া দরবার শরীফের গদ্দিনশীন পীর ও খলিফা হযরত খাজা শাহ্ সূফী মোঃ আব্দুস সামাদ চিশ্তী আল নিজামী ও ডোমরাকান্দি চিশ্তীয়া দরবার শরীফের গদ্দিনশীন পীর রনি চিশ্তী প্রমুখ বক্তব্য রাখেন। পরে দরবারে মিলাদ-কয়াম ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সমগ্র মুসলিম উম্মাহ, দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে অর্থাৎ ১২ই রবিউল আউয়াল জন্মগ্রহণ এবং ৬৩২ খ্রিস্টাব্দের হিজড়ী একই দিনে ইন্তেকাল করেন। দিনটিকে বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী(সাঃ) হিসেবে পালন করে
ফরিদপুরের কোরবানীয়া চিশ্তীয়া দরবার শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালিত
