Site icon দৈনিক মাতৃকণ্ঠ

র‌্যাবের অভিযানে পাংশা থেকে ফেনসিডিল ও বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

॥স্টাফ রিপোর্টার॥ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ৬ই নভেম্বর সকাল সোয়া ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলাধীন নাচনা মুরাদপুর এলাকা থেকে ২৯২ বোতল ফেনসিডিল, ১ বোতল বিদেশী মদ ও প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার গোপীনাথখিলা গ্রামের মৃত আব্দুল গনি শেখের ছেলে আমজাদ হোসেন(৩০) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্রাক্ষণগঞ্জ গ্রামের জয়নাল আবেদীন খানের ছেলে সুমন খান(৩০)। জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব তাদেরকে উদ্ধারকৃত ফেনসিডিল, বিদেশী মদ ও প্রাইভেট কারসহ পাংশা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক(স্কোয়াড কমান্ডার) সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, গ্রেফতারকৃতরা যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে ঢাকা ও নারায়ণগঞ্জের মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল।