Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

॥তনু সিকদার সবুজ॥ “সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়”-প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ (৬-১২ই নভেম্বর) শুরু হয়েছে।
এ উপলক্ষে গতকাল ৬ই নভেম্বর সকালে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শংকর কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান।
অন্যান্য অতিথিদের মধ্যে উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, বালিয়াকান্দি থানার এস.আই দীপন কুমার মন্ডল ও ইন্দুরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন সাংবাদিক সোহেল মিয়া।
এ সময় ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীগণসহ স্থানীয় সুধীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।