॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জায়গার অভাবে খোলা আকাশের নীচে সামিয়ানা টানিয়ে জেএসসি পরীক্ষা চলছে।
গতকাল ৪ঠা নভেম্বর সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয় প্রাঙ্গনের মাঠে টানানো সামিয়ানার নিচে পরীক্ষার্থীরা ইংরেজী পরীক্ষা দিচ্ছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আব্দুস সালাম বলেন, পরীক্ষা কেন্দ্রে ভবন কম থাকায় বিদ্যালয় প্রাঙ্গনের মাঠে চাদোয়া টানিয়ে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। নতুন ভবন নির্মিত হলে সমস্যার সমাধান হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে ভবন কম থাকার কারণে খোলা আকাশের নীচে চাদোয়া টানিয়ে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে’। তবে পরীক্ষার কেন্দ্র ও ভেন্যু নির্ধারণের সময়ই বিষয়টি বিবেচনায় নেয়া উচিত ছিল বলে পরীক্ষার্থী ও অভিভাবকরা মনে করছেন।