॥মোক্তার হোসেন॥ এ বছর পাংশা পৌরসভাসহ উপজেলায় ৬টি মন্দিরে কাত্যায়নী পূজামন্ডপে ভক্তদের ভিড় বাড়ছে।
গতকাল ৪ঠা নভেম্বর মহা অষ্টমীতে সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। পূজামন্ডপে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেন মন্দির কমিটির লোকজন।
জানা যায়, পাংশা পৌরসভার সত্যজিৎপুর পূর্ব পালপাড়া সার্বজনীন আদি কাত্যায়নী পূজা উদযাপন কমিটির সভাপতি সনজিত কুমার পাল ও সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার পালের নেতৃত্বে সন্তোষ পালের বহির্বাটি মন্দিরে, সত্যজিৎপুর পালপাড়া একই গ্রামে সত্যজিৎপুর সার্বজনীন কাত্যায়নী পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম কুমার প্রামানিক, সহ-সভাপতি কমল কুমার পাল, সাধারণ সম্পাদক সুশীল বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক শুভ প্রামানিক, প্রচার সম্পাদক লিটন সরকার ও পলাশ পালের নেতৃত্বে অপর একটি মন্দিরে, পৌরসভার মৈশালা ঋষিপাড়াসহ উপজেলার অপর তিনটি মন্দিরে মোট ৬টি স্থানে সনাতন সম্প্রদায়ের কাত্যায়নী পূজা চলছে। এসব পূজা মন্ডপে উৎসবের আমেজ বিরাজ করছে। পূজা মন্ডপের সামনে তোরণ নির্মানসহ আলোকসজ্জ্বা করা হয়েছে। গত ২রা নভেম্বর ষষ্ঠীর মধ্য দিয়ে কাত্যায়নী পূজা শুরু হয়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যারাত পর্যন্ত প্রতীমা দর্শনে সনাতন ধর্মের নারী-পুরুষ নানা বয়সী লোকজন ভিড় করছে।
আগামীকাল ৬ই নভেম্বর বিজয়া দশমীতে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে ৫দিন ব্যাপী কাত্যায়নী পূজার সমাপ্তি হবে।