॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকায় নির্মাণাধীন পাওয়ার গ্রীড স্টেশনের পাইলিংয়ের কাজ করার সময় ট্রাইপড (পাইলিংয়ের কাজে ব্যবহৃত খুঁটি) উপড়ে পড়ে।
গতকাল ২রা নবেম্বর দুপুরে এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য সেখানে কর্মরত শ্রমিকরা প্রাণে রক্ষা পায়। নির্মাণ কাজের নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে গ্রহণ না করায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে নির্মাণাধীন পাওয়ার গ্রীড স্টেশনটির সুইচ ইয়ার্ড বিল্ডিংয়ের নির্মাণ কাজ করছিল এনার্জি প্যাক নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা। গতকাল শনিবার দুপুরে সেখানে পাইলিংয়ের কাজ করার সময় হঠাৎ করে ট্রাইপডের একটি খুঁটি উপড়ে পড়ে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এনার্জি প্যাকের উপ-সহকারী প্রকৌশলী রাজু আহম্মেদ দাবী করেন, দুর্ঘটনাবশতঃ এ ঘটনা ঘটে। তাদের নিরাপত্তা ব্যবস্থার কোন ঘাটতি ছিল না।