॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে স্বামী পরিত্যক্তা অসহায় এক নারীর বসত বাড়ী উচ্ছেদ করে প্রভাবশালীর জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
জেলেখা বেগম(৩৫) নামে অসহায় ওই নারী তার বসত বাড়ীর জমি রক্ষার জন্য বিভিন্ন মহলের দ্বারে দ্বারে ঘুরছে। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী গফুর মন্ডলের পাড়ার আব্দুল সরদারের মেয়ে।
জেলেখা বেগম জানায়, প্রায় ২০ আগে দৌলতদিয়ার সৈদাল পাড়ার মৃত ছৈজদ্দিনের ছেলে নূর ইসলামের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর অভাবের সংসার হলেও ৪টি সন্তান নিয়ে স্বামীর সংসারে তার মোটামুটি ভালোই দিন কাটছিল। সে তার পিতার ওয়ারিশের প্রাপ্য ১৬ শতাংশ জমি স্বামী নূর ইসলামের নামে লিখে নিয়ে ভোগ-দখলে থাকে। এ অবস্থায় গত আড়াই বছর আগে এলাকার গ্রাম্য ডাক্তার সেলিমের চক্রান্তে তার স্বামী নূর ইসলাম দৌলতদিয়া পতিতাপল্লীর এক যৌনকর্মীকে কোর্টের এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে তাকে ছেড়ে চলে যায়। এরপর সেলিম ডাক্তার কৌশলে তার স্বামীর কাছ থেকে ওই ১৬ শতাংশ জমিও নিজের নামে লিখে নেয়। তারপর থেকেই সেলিম ডাক্তার তার বাড়ীটি উচ্ছেদ করে জমি দখলে নেয়ার চেষ্টা করে চলেছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, জেলেখার বাড়ীর উঠানের মধ্যে সেলিম ডাক্তার ঘর তোলার চেষ্টাকালে এলাকাবাসীর প্রতিরোধে টিন ও বাঁশ-খুঁটি পাশেই ফেলে রেখেছে।
এ বিষয়ে জানতে চাইলে সেলিম ডাক্তার বলেন, আমি নগদ টাকায় নূর ইসলামের কাছ থেকে জমি কিনে নিয়েছি। সেখানে জেলেখার ঘর রয়েছে। আমি জেলেখার ঘর ভেঙ্গে দিয়ে জমিটি দখল নিতে চাই।