॥মোহাম্মদ গোলাম আলী॥ রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা ৩নং সড়কের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শেখ এম.এ মাজেদ মজনু (৭২)’র মৃত্যুতে গতকাল ১লা নভেম্বর বাদ জুম্মা রহিমুন্নেছা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমের পরিবারের সদস্যগণসহ মুসল্লীগণ এই দেয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শেখ এম.এ মাজেদ গত ২৯শে অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে রাজধানী ঢাকার পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন ৩০শে অক্টোবর বাদ জোহর রহিমুন্নেছা মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তৎকালীন এসডিও অফিসের নাজির মরহুম শেখ মোসলেহ উদ্দিনের বড়পুত্র শেখ এম.এ মাজেদ মজনু জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কাস্টমস সুপারিনডেন্ট পদ থেকে অবসর গ্রহণের পর মৃত্যুর আগ পর্যন্ত বিটিভিতে অনারিয়াম সার্ভিসে কর্মরত ছিলেন। তারা মোট ১০ ভাই-বোন ছিলেন। ছোট ভাই-বোনদের মধ্যে শেখ মোঃ শাহাবুদ্দিন রাজবাড়ী বিদ্যুৎ অফিসে উপ-বিভাগীয় প্রকৌশলী, ইঞ্জিনিয়ার শেখ মোঃ শামসুদ্দিন প্রবাসী, শেখ মোঃ সালাহ উদ্দিন হাইকোর্টের আইনজীবী, শাহনাজ বেগম ঢাকার এজি অফিসের অডিট অফিসার (স্বামী-পরমাণু শক্তি কমিশনের চীফ সায়েন্টিফিক অফিসার), শেখ মোঃ মহিউদ্দিন তারেক শ্রীপুর লজ্জাতুন্নেছা কামিল মাদ্রাসার শিক্ষক, মরহুম শেখ সদরউদ্দিন চুন্নু রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, শেখ মোঃ গোলাম মোস্তফা রাজবাড়ীর গুরুকুল ইঞ্জিনিয়ারিং কলেজ নামের বেসরকারী একটি পলিটেকনিকের শিক্ষক। অপর দুই বোন হলেন- হোসনে আরা বেগম(স্বামী-কালুখালীর রতনদিয়া হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক) ও রিজিয়া সুলতানা (স্বামী-ডিএমপির এএসপি)।
মৃত্যুকালে তিনি বয়ঃবৃদ্ধা মা, স্ত্রী ও ৪কন্যাসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ৪ মেয়ের মধ্যে ২জন বিএসসি ইঞ্জিনিয়ার (বহুজাতিক কোম্পানীতে কর্মরত), একজন এমবিবিএস ডাক্তার (বিআরবি হাসপপাতালে কর্মরত) এবং আরেকজন গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের (ইংলিশ মিডিয়াম) এ লেবেলের শিক্ষার্থী।
শেখ এম.এ মাজেদ মহান মুক্তিযুদ্ধ শুরু হলে ভারতের বিহার রাজ্যের চাকুরিয়া আর্মি ক্যাম্পে গেরিলা প্রশিক্ষণ নিয়ে ৮নং সেক্টরের ৬টি রণাঙ্গনে মেজর মঞ্জুরের নেতৃত্বে বাঙালী সেনা সদস্যদের সঙ্গে সাহসিকতার সাথে যুদ্ধ করেন।
তার মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।
মুক্তিযোদ্ধা মাজেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
