॥শিহাবুর রহমান/মোকলেছুর রহমান॥ কালুখালী উপজেলার কালিকাপুরে জমিজমা সংক্রান্ত ও বিদেশে যাওয়ার টাকা পয়সা নিয়ে দ্বন্দ্বের জেরে গত ৩রা মে রাত সোয়া ৯টার দিকে আমজাদ বিশ্বাস(৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে একই গ্রামের লিয়াকত বিশ্বাসের ছেলে।
নিহতের স্ত্রী মোছাঃ জেসমিন খাতুন জানান, গত বুধবার রাত সোয়া ৯টার দিকে তার স্বামী আমজাদ বিশ্বাস ঘরের পাশে টিউবয়েলে হাত মুখ ধৌত করাকালে জমিজমা সংক্রান্ত ও বিদেশে যাওয়ার টাকা পয়সা নিয়ে দ্বন্দ্বের জেরে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী অতর্কিতভাবে তার ওপর হামলা করে। এ সময় সে দৌড়ে বসতঘরের সিঁড়ির সামনে এলে সন্ত্রাসীরা তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারীভাবে কুপিয়ে গুরুতর জখম করে। ছেলেকে বাঁচাতে বৃদ্ধা বাবা লিয়াকত বিশ্বাস এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। শুধু তাই নয় তিনি ও তার ছেলে মেয়ে আমজাদকে ছেড়ে দেয়ার জন্য সন্ত্রাসীদের হাত পা জড়িয়ে ধরে কান্নাকাটি করলেও তারা কর্ণপাত করেনি।
এ ঘটনার পর রাত ১০টার দিকে তাদের ২জনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমজাদকে মৃত বলে ঘোষনা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী জেসমিন খাতুন কালুখালী থানায় ওই রাতেই মামলা দায়ের করেন। কালুখালী থানার মামলা নং-১, তাং-৩/৫/২০১৭ইং। ধারাঃ ৪৪৭/৪৪৮/৩২৬/৩০৭/৩০২ পেনাল কোর্ড। আসামীরা হলো ঃ ঝাউগ্রামের ইয়াদ আলী বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস(৩০), কালিকাপুর গ্রামের আলম শেখের ছেলে সুমন শেখ(২৪), মৃত আনোয়ার মোল্লার ছেলে মিজু মোল্লা(২৮), আরশেদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসাইন(৩২) ও তার ভাই হায়দার আলী খান (৩৫)সহ অজ্ঞাত ৭/৮জন।
নিহতের ফুপাতো ভাই মোঃ ফরহাদ আলী সেখ জানান, যেহেতু আমজাদ জমির ব্যবসা করতো পূর্ব কোন শত্রুতার জেরে এ হত্যাকান্ডটি ঘটতে পারে। আমরা হত্যাকান্ডের সুষ্ঠ বিচার চাই।
কালুখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম ফকির জানান, ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত বিরোধ ও বিদেশে পাঠানো টাকা পয়সা নিয়ে ঝামেলার কারণে এ ঘটনা ঘটেছে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা কালুখালী থানার এস.আই সাখাওয়াত হোসেন জানান, এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে আফজাল শেখ(৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সে ঝাউগ্রামের আবুল শেখের ছেলে।