Site icon দৈনিক মাতৃকণ্ঠ

যশাইতে যার কারণে শিশুসহ ৩জনের প্রাণ ঝরল তার বিচার হওয়া দরকার —এমপি জিল্লুল হাকিম

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল ২৯শে অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
সভায় তিনি গত ২৮শে অক্টোবর দুপুরে যশাই ইউপিতে একটি পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ ৩জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক সন্তপ্ত পরিবারকে গভীর শোক ও সমবেদনা জানান। সেই সাথে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
এমপি জিল্লুল হাকিম বলেন, যার কারণে শিশুসহ নিরীহ ৩জনের প্রাণ ঝরল তার বিচার হওয়া দরকার। এ সময় তিনি উক্ত ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের প্রতি আহবান জানান।
সভায় তিনি সুদে কারবারীদের তালিকা প্রণয়নে কমিটি গঠন করে সনাক্ত করাসহ তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের পরামর্শ রাখেন। এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, গরু চোর ও ডাকাতের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণে পুলিশিং কার্যক্রম জোরদারকরণের দিক নির্দেশনা প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।
সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) জে.ও.এম তৌফিক আজম, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, হাবাসপুর ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মন্ডল, যশাই ইউপির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব মোনা বিশ্বাস, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, কলিমহর ইউপির চেয়ারম্যান আব্দুল জলিল মন্ডল, কশবামাজাইল ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান খান, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ও জিএম(অতিরিক্ত দায়িত্ব) মোঃ আক্তার হোসেন, পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তারিনা আফরোজ, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ শিব শঙ্কর চক্রবর্তী, পাংশা শাহ জূঁই(রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাঃ আবু মুসা আশয়ারী ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা পৌরসভাসহ ইউনিয়ন পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। সেই সাথে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে স্ব-স্ব আবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) জে.ও.এম তৌফিক আজম সমন্বিত প্রচেষ্টায় মাদক, সন্ত্রাস, চাঁজাবাজ, বাল্য বিয়ে, চুরি-ডাকাতি তথা অপরাধ প্রবণতা প্রতিরোধ করার গুরুত্বারোপ করেন।