Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে রাজস্ব ব্যবস্থাপনায় দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৯শে অক্টোবর সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে রাজস্ব ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়ন ও নিয়মতান্ত্রিক কার্যক্রম সম্পাদনার বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার মোঃ এজাজ আহমেদ জাবের।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) খন্দকার মুশফিকুর রহমানসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী জেলার পাঁচটি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ এবং উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসগুলোর ভূমি সহকারী কর্মকর্তা ও সার্ভেয়ারগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে সঠিক ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সরকারী রাজস্ব আদায় বৃদ্ধি, সকল ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও ফাইলপত্র হালনাগাদকরণসহ রাজস্ব ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়ন ও নিয়মতান্ত্রিক কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।