Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলায় জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল সোমবার “আসুন, সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিত ভাবে ইঁদুর নিধন করি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৯ উদ্বোধন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) জে.ও.এম তৌফিক আজম, পাংশা বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন আকতার। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম। উপস্থাপনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষিকে আধুনিকায়ন ও যুগোপযোগী পদক্ষেপের ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। জাতীয় ইঁদুর নিধন অভিযানের সফলতা কামনা করেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন আকতার বলেন, ১৯৮৩ সাল থেকে দেশে ইঁদুর নিধন অভিযান পরিচালিত হচ্ছে। ইঁদুর নিধন অভিযান সফল ভাবে বাস্তবায়ন তথা ইঁদুর দমনে কৃষক-কৃষানীর মাঝে সচেতনতাসৃষ্টির গুরুত্বারোপ করেন তিনি।
বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক রেজাউল করিম ইঁদুর দ্বারা ক্ষতির নানা তথ্য উপস্থাপন করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ইঁদুর কৃষকের জাতীয় শত্রু। ফসল ও সম্পদ রক্ষা এবং স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় ইঁদুর নিধনকে সামাজিক আন্দোলনে রূপদানের গুরুত্বারোপ করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বদরুল আলম মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষক-কৃষানীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।