Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে ভ্রাম্যমান আদালতে ২জন চালক ও দুই ছিনতাইকারীর কারাদন্ড

॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বদরুদ্দোজা শুভ ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ২জন ছিনতাইকারী ও ২জন বাস চালককে কারাদন্ড প্রদান করেছেন।
জানাগেছে, গত ৩রা মে বিকেলে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ দৌলতদিয়া ঘাট টার্মিনাল থেকে ৩জন ছিনতাইকারীকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। ভ্রাম্যমান আদালত তাদের ২জনকে ২বছর করে কারাদন্ড প্রদান করে এবং ১জনকে খালাস দেয়।
দন্ডিতরা হলো ঃ গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া বড় মসজিদ পাড়ার মৃত জামাল শেখের ছেলে আরিফ শেখ(২২) ও গোয়ালন্দ পৌরসভার বিজয় বাবুর পাড়ার কেচমত মোল্লার ছেলে আশিক মোল্লা(২০)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস প্রাপ্তের নাম শরিফুল ইসলাম(২০)। সে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের মতিয়াগাছি গ্রামের মৃত চেনুরদ্দিন মাস্টারের ছেলে।
অপরদিকে ঢাকা-খুলনা মহাসড়কে বেপরোয়া বাস চালানোয় গত ২রা মে দৌলতদিয়া থেকে গোল্ডেন লাইন পরিবহনের ২জন চালককে আটক করে ১৯৮৩ সালের যানবাহন আইনের ১৪৩ ধারায় ১মাস করে কারাদন্ড প্রদান করা হয়। তারা হলো ঃ ফরিদপুর জেলার মধুখালী থানার লক্ষণদিয়া গ্রামের মন্তাজ উদ্দিন শেখের ছেলে হোসেন আলী(৫০) ও নড়াইল জেলার কালিয়া উপজেলার জয়পুর গ্রামের শওকত খন্দকারের ছেলে রাশেদুল ইসলাম(৪৫)।