॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গতকাল ২৭শে অক্টোবর দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র মোতাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন গোয়ালন্দ সাব-ডিভিশনের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা করেন।
মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের প্রশ্ন এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির আলোচনায় সাক্ষাৎকার মূলক এ অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপির সহধর্মিনী মিসেস সাঈদা হাকিম, মাছপাড়া ইউপির চেয়ারম্যান, মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সান্তনা দাস ও মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলী ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পাংশার মাছপাড়া হাইস্কুলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক অনুষ্ঠান
