Site icon দৈনিক মাতৃকণ্ঠ

অপরাধ তৎপরতা প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করা সকলের নাগরিক দায়িত্ব—এমপি জিল্লুল হাকিম

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার উদ্যোগে গতকাল ২৬শে অক্টোবর দুপুরে “পুলিশই জনতা-জনতাই পুলিশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জানা যায়, দুপুর ২টার দিকে পাংশা মডেল থানা চত্বরে কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
উদ্বোধন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জঙ্গী তৎপরতা ও মাদক নির্মূলে যে সফলতা এনেছেন সে ক্ষেত্রে পুলিশের ভূমিকা প্রসংশনীয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কমিউনিটি
পুলিশিং ফোরামের গুরুত্বারোপ করে জিল্লুল হাকিম এমপি বলেন, অপরাধ তৎপরতা প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করা জনসাধারণের নাগরিক দায়িত্ব। পুলিশের একার পক্ষে সন্ত্রাস, মাদক ও বাল্যবিয়ে নির্মূল করা সম্ভব না। এক্ষেত্রে পুলিশিং কার্যক্রমে জনপ্রতিনিধিদের সহযোগিতা করতে হবে। শুধু কথায় নয়-সন্ত্রাস, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশকে সহযোগিতা দিয়ে জনপ্রতিনিধিদের সমাজে দৃষ্টান্ত স্থাপন করার আহবান জানান তিনি।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আহসান উল্লাহ’র সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ বক্তব্য রাখেন।
বক্তারা সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সৈয়দ সাজেদুর রহমান, পাংশা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব হাবিবুর রহমান মিয়া, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার, যশাই ইউপির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
শেষে পাংশা মডেল থানা চত্বর থেকে দৃষ্টিনন্দন ক্যাপ মাথায় দিয়ে ব্যানার ও ফেস্টুন সহকারে শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
র‌্যালীতে জেগেছে জনতা জেগেছে পুলিশ-গড়বো মোরা কমিউনিটি পুলিশ, পুলিশই জনতা-জনতাই পুলিশ, পুলিশ জনতা হয়েছে একতা-ঘরে ঘরে পৌঁছেছে খুশির বার্তা, পুলিশ জনতার সম্মিলনে-বন্ধ হবে বাল্য বিয়ে হিল্যা বিয়ে, পুলিশ জনতার যৌথ উদ্যোগ-দূর হবে সকল অন্যায়-অবিচার, কমিউনিটি পুলিশিং প্রবর্তনে-জনতা পুলিশের সেতুবন্ধনে, পালাবে চোর পালাবে ডাকাত-জনতা পুলিশ দূর করবে জঙ্গী সন্ত্রাস, দুষ্টের দমন সৃষ্টের পালন পুলিশের ধর্ম-সুন্দর ও সুখী সমাজ গঠন কমিউনিটি পুলিশের মর্ম প্রভৃতি শ্লোগান দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ উৎসবমূখর পরিবেশে কমিউনিটি পুলিশিং ডে কর্মসূচী বাস্তবায়নে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি, আমন্ত্রিত অতিথিবৃন্দসহ উপস্থিত সকলকে অভিনন্দন জানান।