॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫শে অক্টোবর বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাব কার্যালয়ে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি, দুই সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটাভুটিতে প্রেসক্লাবের ১৫জন সদস্যের সকলেই ভোট দেন।
সভাপতি পদে দৈনিক সমকালের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি আসজাদ হোসেন আজু শিকদার ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী দৈনিক প্রথম আলোর উপজেলা প্রতিনিধি রাশেদুল হক রায়হান ৬ ভোট পান।
সহ-সভাপতির ২টি পদে ২জন প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে দৈনিক ভোরের পাতার উপজেলা প্রতিনিধি আবুল হোসেন ৭ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম ৬ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মোঃ শামীম শেখ ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা আক্তারুজ্জামান মৃধা ৬ ভোট পান।
এ সময় নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন, সহকারী নির্বাচন কমিশনার নির্মল কুমার চক্রবর্তী ও এডঃ এবিএম ছাত্তার, নির্বাচন ট্রাইব্যুনাল উপ-কমিটির আহ্বায়ক শেখ রাজীব এবং সদস্য সচিব ও দৈনিক যুগান্তরের রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ উপস্থিত ছিলেন।
নির্বাচনী তফসীল ঘোষণার পর যুগ্ম-সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্তের উপজেলা সংবাদদাতা মেহেদুল হাসান আক্কাছ এবং দপ্তর সম্পাদক পদে দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি কুদ্দুস আলম মনোনয়নপত্র দাখিল করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
উল্লেখ্য, নির্বাচিত সভাপতি আসজাদ হোসেন আজু শিকদার ও সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখ আপন ভায়রা। প্রেসক্লাবের নির্বাচনে দুই ভায়রা অঘোষিত দুই প্যানেল থেকে নির্বাচিত হওয়ায় বিষয়টি টক অব দ্যা উপজেলায় পরিণত হয়েছে।