Site icon দৈনিক মাতৃকণ্ঠ

প্রথমবারের মতো রবীন্দ্রসংগীত গাইলেন শফিক তুহিন

॥মাতৃকন্ঠ বিনোদন ডেস্ক॥ প্রথমবারের মতো রবীন্দ্রসংগীত গাইলেন চলতি সময়ের জনপ্রিয় গীতিকবি, সুরকার ও শিল্পী শফিক তুহিন। গানের নাম ‘তোমার সুরের ধারা’। গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। ৮ই মে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এ গানটি প্রযোজনা সংস্থা সিএমভির ব্যানারে ভিডিওসহ প্রকাশ করা হবে। এদিকে প্রথমবারের মতো রেকর্ডিং করলেও শফিক তুহিনের গাওয়া প্রথম গান ছিল রবীন্দ্রসংগীত। ‘আহা আজি এ বসন্তে’ শীর্ষক রবীন্দ্র সংগীতটি গাওয়ার মধ্য দিয়ে তার সংগীত জীবন শুরু হয়েছিল। তবে রেকর্ডিং এই প্রথম করলেন। এ বিষয়ে শফিক তুহিন বলেন, রবীন্দ্রনাথের গান আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধি করেছে। তার প্রতিটি কর্ম একেকটি শিক্ষণীয় বিষয় বলে মনে হয় আমার কাছে। আমার গাওয়া প্রথম গানও ছিল ‘আহা আজি এ বসন্তে’। তবে অনেক দিন ধরেই রবীন্দ্রসংগীতের অডিও-ভিডিও প্রকাশের ইচ্ছে ছিল। এবার সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। এই সময়ের মতো সংগীতায়োজন করা হয়েছে ‘তোমার সুরের ধারা’ গানটিতে। আমি চেষ্টা করেছি উজাড় করে গাইতে। বাকিটা শ্রোতারা বিবেচনা করবেন।