Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৩৫

॥মাতৃকন্ঠ আন্তর্জাতিক ডেস্ক॥ ইরানে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৩৫ জন শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, খনিটিতে ৫০০ শ্রমকি কাজ করছিলো। ইতোমধ্যে ইরানের শ্রমমন্ত্রীকে সেখানে পাঠিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। গতকাল বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত বুধবার স্থানীয় সময় ১২.৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও আটকা পড়ে আছেন ৫০ জনেরও বেশি শ্রমিক। খনির মাঝে প্রচুর গ্যাসের কারণে উদ্ধার তৎপড়তা ব্যাহত হচ্ছে। লরি ইঞ্জিন চালু করতে গিয়ে গ্যাস বিস্ফোরণ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।