Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা ট্রাক কভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের রেজিস্ট্রেশন বাতিলের দাবী

॥স্টাফ রিপোর্টার॥ নবগঠিত ‘রাজবাড়ী জেলা ট্রাক কভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন’-এর রেজিস্ট্রেশন বাতিল করার দাবী জানিয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
গতকাল ২৩শে অক্টোবর ফরিদপুরের আঞ্চলিক শ্রম দপ্তরের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন এর উপ-পরিচালক বরাবর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রকিবুল ইসলাম পিন্টু ও সাধারণ সম্পাদক মোঃ আঃ রশিদের স্বাক্ষরিত লিখিত আবেদনে এই দাবী জানানো হয়েছে। একই সঙ্গে জেলা ট্রাক কভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের রেজিস্ট্রেশন সংক্রান্ত কাগজপত্রের কপি চেয়ে পৃথক আরেকটি আবেদন করা হয়েছে।
রেজিস্ট্রেশন বাতিলের আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ০৫/০৫/২০১৯ইং তারিখে রাজবাড়ী জেলা ট্রাক কভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের নিবন্ধন প্রদান করা হয়(রেজিস্ট্রেশন নং-০২)। উক্ত ইউনিয়নের অধিকাংশ সদস্যই রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিয়মিত সদস্য। তারা অদ্যাবধি কখনো এ সংগঠনের সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করে নাই। বাংলাদেশ শ্রম আইনের সংশ্লিষ্ট ধারা-অনুচ্ছেদ লঙ্ঘন করে মিথ্যা, বানোয়াট কাগজপত্র জমা দিয়ে রেজিস্ট্রেশন গ্রহণ করেছে।
তাদের রেজিস্ট্রেশন গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রের কপি চেয়ে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে গত ১৫/০৫/২০১৯ইং তারিখে লিখিত আবেদন করা হলেও দুঃখজনকভাবে তা দেয়া হয়নি। পরবর্তীতে গঠনতন্ত্র ও শ্রম আইনকে শ্রদ্ধা জানিয়ে তাদের রেজিস্ট্রেশন বাতিল চেয়ে ২৫/০৫/২০১৯ইং তারিখে পত্র প্রেরণ করা হলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কোন পদক্ষেপ গ্রহণ না করার কারণে দুই সংগঠনের মধ্যে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকা বিরাজ করছে।
এ প্রেক্ষিতে জেলা ট্রাক কভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের রেজিস্ট্রেশন বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়।
অপরদিকে একই দিন (গতকাল ২৩শে অক্টোবর) জেলা ট্রাক কভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রে কপি চেয়ে করা পৃথক আবেদনে উল্লেখ করা হয়েছে, শ্রম আইনের সংশ্লিষ্ট ধারা-অনুচ্ছেদ অনুযায়ী একজন সদস্য একাধিক সংগঠনের সদস্য পদ গ্রহণ করতে পারবে না। উক্ত ইউনিয়নের (ট্রাক কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন) কার্যকরী কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-২২৮৪) নিয়মিত মাসিক চাঁদা পরিশোধকৃত সদস্য বিধায় তাদের দ্বারা শ্রম আইন লঙ্ঘনের অপরাধ সংঘটিত হয়েছে, যার দায় রেজিস্টেশন প্রদানকারী কর্তৃপক্ষ এড়াতে পারে না। এমতাবস্থায় সুষ্ঠু ট্রেড ইউনিয়ন চর্চা/প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাক কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের রেজিস্ট্রেশন প্রদান সংশ্লিষ্ট কাগজপত্রের (আবেদনপত্র, সদস্যদের নামের তালিকা, কার্যকরী কমিটির নামের তালিকা, গঠনতন্ত্র, কোন ইউনিয়নের সদস্য না থাকার প্রত্যয়নপত্র) কপি প্রদানের অনুরোধ জানানো হয়।