॥হেলাল মাহমুদ॥ জাতীয় পার্টির অঙ্গ সংগঠন ‘জাতীয় ছাত্র সমাজ’-এর বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলার সাংগঠনিক দায়িত্ব পেলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও রাজবাড়ী জেলা শাখার সভাপতি রুহুল আমিন গাজী বিপ্লব।
তাকে বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলা (রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর) নিয়ে নবগঠিত সাংগঠনিক কমিটির সদস্য সচিব এবং কে.এম সুজনকে আহ্বায়ক করা হয়েছে।
গতকাল ২৩শে অক্টোবর জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ জামাল উদ্দিন ও সদস্য সচিব ফয়সাল দিদার দিপু’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাতীয় ছাত্র সমাজের আসন্ন সম্মেলনকে সফল ও সার্থক করার লক্ষ্যে তাদেরকে এই সাংগঠনিক দায়িত্ব দেয়া হয়েছে। তারা বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলার জাতীয় পাটির নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও শক্তিশালী কমিটি গঠন করবেন।
এ বিষয়ে রুহুল আমিন গাজী বিপ্লব বলেন, এই সাংগঠনিক দায়িত্ব পাওয়াটা একদিকে যেমন সম্মানের- তেমনি চ্যালেঞ্জের। আমার উপর যে আস্থা রাখা হয়েছে তার প্রতিদান দেয়ার চেষ্টা করবো। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো। জাতীয় পার্টির সুযোগ্য চেয়ারম্যান জি.এম কাদেরের নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নিতে সর্বদা সচেষ্ট থাকবো।
তিনি জাতীয় ছাত্র সমাজের বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলার সাংগঠনিক দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।