Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে চার জেলের ১০দিনের জেল॥দেড় লক্ষ মিটার জাল ধ্বংস

॥কালুখালী প্রতিনিধি॥ মা ইলিশ রক্ষায় ২২দিনের সরকারী নিষেধাজ্ঞার মধ্যে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
নিষেধাজ্ঞার ১৪তম দিনে গতকাল ২৩শে অক্টোবর সকালে কালুখালী উপজেলাধীন পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৪জন জেলেকে আটক, দেড় লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ ও ১০০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে ভ্রাম্যমান আদালত। পরে আটককৃত ৪জন জেলেকে ১০ দিন করে কারাদন্ড দিয়ে জেলে প্রেরণ, জব্দকৃত জাল নদীর পাড়ে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস ও উদ্ধারকৃত ইলিশ মাছ এতিমখানা ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।
সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নূরুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু, ক্ষেত্র সহকারী হাসানুর জামান হিমু এবং কালুখালী থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।