॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে “জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়”-প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বিআরটিএ’র রাজবাড়ী সার্কেলের যৌথ আয়োজনে গতকাল ২২শে অক্টোবর সকালে শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা কালেক্টরেটের আ¤্রকানন চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে পথসভায় মিলিত হয়।
শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী(চঃ দাঃ) কে.বি.এম সাদ্দাম হোসেনসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, বিআরটিএ’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। পথসভায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী(চঃ দাঃ) কেবিএম সাদ্দাম হোসেন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান মৃধা, সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ও পথসভাটি সঞ্চালনা করেন বিআরটিএ’র রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক লিটন বিশ্বাস।
বক্তাগণ জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্যসহ সড়কে চলাচল নিরাপদ করার বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজবাড়ীতে শোভাযাত্রা ও পথসভা
