॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে গতকাল ২২শে অক্টোবর সকালে দৌলতদিয়া স্টেশন বাজার ও লঞ্চ ঘাট এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে হোটেল, মুদী ও ফলের দোকানসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট আইনে জরিমানা করা হয়। জেলা ও গোয়ালন্দ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টরসহ পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
এছাড়াও অভিযানকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার পরামর্শ দেয়া হয়।
দৌলতদিয়ার ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা
