Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালী উপজেলায় অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষে মতবিনিময় সভা

॥মনির হোসেন॥ কালুখালীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২১শে অক্টোবর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে মতবিনিময় সভায় সহকারী কমিশনার(ভূমি) শেখ নূরুল আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, কালুখালী থানার পরিদর্শক(তদন্ত) মোঃ সহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ম্ঃো আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মাইনুল ইসলাম হাওরাদার, উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা খাতুন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) হাওয়া খাতুন, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমা বেগম, মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর মোল্লা, সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী ও খাগজানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার বিভিন্ন বিষয়ে আলোচনাসহ প্রতিবন্ধী শিশুরা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়ে সে ব্যাপারে সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়।