Site icon দৈনিক মাতৃকণ্ঠ

উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় প্রদান॥কালুখালীতে আটক ৯জন জেলের জেল-জরিমানা

॥মনির হোসেন॥ প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ইলিশ ধরার বিরুদ্ধে চলমান ২২দিনের সরকারী নিষেধাজ্ঞার ১২তম দিনে গতকাল ২১শে অক্টোবর রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হরিণবাড়ীয়া এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৯জন জেলেকে আটক করে জেল-জরিমানার পাশাপাশি জব্দকৃত ১লক্ষ মিটার আগুনে পুড়িয়ে ধ্বংস ও উদ্ধারকৃত ১৭০ কেজি ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করেছে ভ্রাম্যমান আদালত।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নূরুল আলমের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম ও ক্ষেত্র সহকারী শাহরিয়ার জামান সাবুসহ কালুখালী থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
আটককৃত ৯ জন জেলের মধ্যে ৬ জনের ১৫ দিন করে জেল এবং ৩জনকে ৫হাজার টাকা করে জরিমানা করা হয়।