Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে ইলিশ ধরার সময় আটক ৬জন জেলের কারাদন্ড

॥মনির হোসেন॥ কালুখালী উপজেলাতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার দায়ে ৬জন জেলেকে আটক করে প্রত্যেকের ১৩দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
কালুখালী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নূরুল আলমের নেতৃত্বে গতকাল ১৯শে অক্টোবর ভোর রাতে রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়ীয়া এলাকায় পদ্মা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অফিসার আব্দুস সালাম এবং ক্ষেত্র সহকারী হাসানুর জামান হিমুসহ কালুখালী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।
এছাড়াও অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে নদীর পড়ে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত ১৪০ কেজি ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত জেলেরা হলো ঃ শাহীন ব্যাপারী(২৫), আলম মোল্লা(২০), গেঁদা কাজী(৩০), দুলাল মোল্লা(১৮), কালু মোল্লা(২৩) ও তুহিন মন্ডল(২২)। তাদের সবার বাড়ীই কালুখালী উপজেলার চররাজপুর এলাকায়।