Site icon দৈনিক মাতৃকণ্ঠ

আবরার হত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবীতে রাজবাড়ীতে সনাকের মানববন্ধন

॥চঞ্চল সরদার॥ বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবীতে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
গতকাল ১৭ই অক্টোবর বিকালে টিআইবি’র উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি(সনাক) রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন চলাকালে রাজবাড়ী সনাকের সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা, সহ-সভাপতি প্রফেসর নূরুজ্জামান, এডঃ নাজমা সুলতানা, টিআইবির এরিয়া ম্যানজার পুলক রঞ্জন পালিত, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন কর্তৃক আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করাকে বাক-স্বাধীনতার উপর নিষ্ঠুর আঘাত হিসেবে উল্লেখ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করার দাবী জানান।