Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীর কফি হাউজে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের আড্ডা

॥মনির হোসেন॥ ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সংগীত শিল্পী মান্না দে’র কালজয়ী গান ‘কফি হাউজের সেই আড্ডটা আজ আর নেই’। সংগীত প্রিয় এমন কোন মানুষ নেই যার নাড়ির সঙ্গে এই গানের কথার স্পন্দন নেই। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রং-ঢঙে গড়ে উঠছে কফি হাউজ।
রাজবাড়ী জেলার কালুখালীর কলেজে পাড়ায় গড়ে উঠেছে সেই গানের মতোই একটি কফি হাউজ। নিয়মিত সকাল-সন্ধ্যায় এই কফি হাউজে আড্ডায় মেতে ওঠেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মী, কবি-সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। কফি হাউজের বিভিন্ন টেবিলে তাদেরকে গল্পে-আড্ডায় মেতে থাকতে দেখা যায়। কলেজের ছাত্র-ছাত্রীরাও এখানে নিয়মিত আড্ডা দেয়। মান্না দে’র গানের নিখিলেশ, মইদুল, বিশু দা, রমা রায়, অমল, সুজাতারা আজ না থাকলেও কালুখালীর কফি হাউজের আড্ডায় রয়েছে খায়ের, নবাব, বাচ্চু, জাহিদ, আকরাম, মনির, জুলফিকার, নাঈম, আলামিন, রিপন, রাজাসহ অনেকেই।