॥কালুখালী প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার(এএসসি) মোঃ লাবীব আব্দুল্লাহর নেতৃত্বে কালুখালী থানা পুলিশের একটি দল গতকাল ১৬ই অক্টোবর রাত ৮টার দিকে কালিকাপুর ইউনিয়নের রায়নগর স্লুইচগেট এলাকায় পদ্মা নদীতে অভিযান চালায়।
অভিযানকালে জেলেদের কাছ থেকে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ মণ ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাল নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকমল হোসেন বাচ্চু উপস্থিত ছিলেন।
পরে এএসপি মোঃ লাবীব আব্দুল্লাহ উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসা-এতিমখানায় বিতরণ না করে পাংশার এতিমখানায় বিতরণের কথা বলে নিয়ে যান।
কালুখালীতে পুলিশের ইলিশ রক্ষা অভিযানে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস
