Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযানে আটককৃত ৩ জেলের ১৫দিনের কারাদন্ড

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে গতকাল ১৬ই অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোদার বাজার ঘাট থেকে দৌলতদিয়া পর্যন্ত পদ্মা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ৩ জন জেলেকে আটক করে মৎস্য সংরক্ষণ আইনে ১৫দিন করে জেল দেয়া হয়। এছাড়াও অভিযানকালে জব্দকৃত ২০ হাজার মিটার কারেন্ট জাল নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত ১০০ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়। পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী অভিযানে সহযোগিতা করেন।
উল্লেখ্য, প্রজনন মৌসুম হওয়ায় বর্তমানে দেশব্যাপী ইলিশ আহরণ, সংরক্ষণ ও ক্রয়-বিক্রয়ের উপর ২২ দিনের সরকারী নিষেধাজ্ঞা চলছে। গত ১০ই অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ৩১শে অক্টোবর সমাপ্ত হবে।