Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব খাদ্য দিবস পালিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ১৬ই অক্টোবর “আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বর মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম ও ওসি-এলএসডি তারিকুল ইসলাম সবুজ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার। উপস্থাপনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের কৃষি ক্ষেত্রে যুগোপযোগী কার্যকর পদক্ষেপের কারণে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ “আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী” প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী এজাজুল করীম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বদরুল আলম মিয়া, পাংশা উপজেলা খাদ্য পরিদর্শক জেসমিন আক্তার ও শ্যামসুন্দর সাহা, উপ-খাদ্য পরিদর্শক বিদ্যুৎ কুমার বিশ্বাস, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।