॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ী গ্রামের আদিবাসী পাড়ায় কমিউনিটি ল্যাট্রিন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১৬ই অক্টোবর সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে এই কমিউনিটি ল্যাট্রিন নির্মাণ কাজ উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ ইমরান খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, পূর্ব মৌকুড়ী আদিবাসী পাড়া সার্বজনীন মন্দিরের সাধারণ সম্পাদক পাইলট সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় স্যানিটেশন প্রকল্পের(৩য় পর্ব) অর্থায়নে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ল্যাট্রিনটি নির্মিত হলে আদিবাসী পাড়ার পরিবারগুলো উপকৃত হবে। তারা যৌথভাবে ল্যাট্রিনটি ব্যবহার ও এর রক্ষণাবেক্ষণ করবে।
বালিয়াকান্দিতে আদিবাসী পাড়ায় কমিউনিটি ল্যাট্রিন নির্মাণ উদ্বোধন
