॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পুলিশ ২৪ পুরিয়া হেরোইনসহ শিমুল মোল্লা(২৪) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গতকাল ১৬ই অক্টোবর ভোরে নবাবপুর ইউনিয়নের রসুলপুর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিমুল মোল্লা কালুখালী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের মৃত আইনউদ্দিন মোল্লার ছেলে।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রসুলপুর মোড় থেকে হেরোইনসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
বালিয়াকান্দির নবাবপুর থেকে হেরোইনসহ মাদক বিক্রেতা শিমুল গ্রেপ্তার
