শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় দুইটি সংস্থা পরিদর্শন করলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক

  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ীর মহিলা বিয়য়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস গতকাল ১৫ই অক্টোবর দুপুরে পাংশা শহরের নারায়নপুর এলাকার দুঃস্থ মাতৃ কল্যাণ সংস্থা ও কুড়াপাড়া এলাকার স্বপ্নচূড়া মহিলা কল্যাণ সংস্থা পরিদর্শন করেন।
জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে প্রথমে নারায়নপুর এলাকার দুঃস্থ মাতৃ কল্যাণ সংস্থা (যার রেজিঃ নং-ম.বি.অ/ রাজ-৯৯/২০০৯) পরিদর্শন করেন। সেখানে মহিলাদের নকশীকাঁথা সেলাই কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। দুঃস্থ মাতৃ কল্যাণ সংস্থার সভানেত্রী, পাংশা পৌরসভার সংরক্ষিত ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র রাশিদা ইয়াসমীন সংস্থার কার্যক্রম সম্পর্কে উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌসকে অবহিত করেন। এ সময় পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার উপস্থিত ছিলেন।
রাজবাড়ীর মহিলা বিয়য়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস দুঃস্থ মাতৃ কল্যাণ সংস্থার কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। পরে কুড়াপাড়া এলাকার শামীমা আক্তারের স্বপ্নচূড়া মহিলা কল্যাণ সংস্থা পরিদর্শন করে তিনি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!