Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ফরিদপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে র‌্যালী-আলোচনা

॥মাহবুব হোসেন পিয়াল॥ বিশ্ব মান দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও বিএসটিআই’র জেলা কার্যালয়ের আয়োজনে গতকাল ১৪ই অক্টোবর সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রোকসানা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, বিএসটিআই’র জেলা কার্যালয়ের প্রধান আব্দুল আওয়াল, চেম্বার এন্ড কমার্সের সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর, ওয়েসিস বেকারীর মালিক রিফাত ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বাজারের সকল পণ্যের যথাযথ মান নিয়ন্ত্রণের উপর গুরুত্ব আরোপ করেন এবং ভেজালকারীদের, বিশেষ করে খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।